সর্বশেষ সংবাদ
Home » প্রতিষ্ঠান প্রধানের বানী

প্রতিষ্ঠান প্রধানের বানী

শিক্ষা হলো সভ্যতার রুপায়ন। আর এই রুপায়নের মূল চালিকা শক্তি শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবাই। শিক্ষা এমন এক আলো যার কোন প্রতাপ নেই। যাদের জীবন শিক্ষার আলো দিয়ে পূর্ন তার কাছে অন্ধকার থাকতে পারেনা। শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্বের কথা বুঝতে স্রষ্টার ঐশীগ্রন্থ আল কুরআনের প্রথম বানীই হলো “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন”। শিক্ষা এমন এক বন্ধু যে কখনেই আপনাকে অকল্যানের দিকে ধাবিত করবেনা। শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো জ্ঞান আহরন করা। অতঃপর সেই জ্ঞান অনুসরন করে নিজে পরিচালিত হওয়া এবং সমাজের মানুষের মধ্যে তা প্রতিষ্ঠিত করা। তাই শিক্ষাকে সার্বিক গুরুত্বের সাথে সকলেই গ্রহন করা উচিত।

“Education is a discipline that is concerned with methods of teaching and learning in schools”