সর্বশেষ সংবাদ
Home » সভাপতির বানী

সভাপতির বানী

৭০ দশকে প্রত্যন্ত অঞ্চলের অজোপাড়া গায়ে নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষে তৎকালীন জ্ঞানীজন ও শিক্ষানুরাগী ব্যাক্তিদের উদ্যোগ ১৯৭৫ খ্রিঃ সালে ভোলা জেলার লালমোহন উপজেলাধীন চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। সেই থেকে হাটিহাটি করে পথচলা আজকের এই ডিজিটাল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়ানো অন্যতম প্রতিষ্ঠানটি যাদের শ্রম, মেধা ও অর্থের বিনিময়ে এই প্রতিষ্ঠানটি পূর্নরুপ পেয়েছে তাদের অনেকেই আজ বেচে নেই। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এই স্বনামধন্য প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে আমি গর্ববোধ করি। আমাকে সভাপতি নির্বাচন করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক/কর্মচারী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপ্রান চেষ্টা করে যাচ্ছি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ বিলিয়ে দিতে প্রস্তুত। আগামী দিনে এই প্রতিষ্ঠানের উন্নতি সাধনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গঠনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী গর্বিত অংশীদার হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু